নোয়াখালী থেকে : নোয়াখালীতে করোনায় আক্রা'ন্ত হয়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে ৬৯ জনসহ মোট ১ হাজার ৮০৯ জনের করোনা শনা'ক্ত হয়েছে। নতুন ১২ জনসহ মোট আক্রা'ন্ত হয়েছেন ৬৮০ জন।
বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, এ যা'বত আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে মোট ৯ হাজার ৮৯৯ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ফলাফল এসেছে ৮ হাজার ৮৩৩ জনের।
২১ ও ২২ জুন যাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়েছিল। ২৩ জুন রাতে তাদের ৫৯ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। এতে ১ হাজার ৮০৯ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৮০ জন।
আক্রা'ন্তদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ১ হাজার ৫৫ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। করোনা ভাইরাসের সং'ক্র'মণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে।
সদর ও বেগমগঞ্জ উপজেলায় গতকাল লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা এ ছাড়া সড়কে যানবাহন চলাচল করায় ১০টি গাড়ি আ'টক করেছে মোবাইল কোর্ট।