শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১, ০৮:৫২:১০

ব্রেকিং- রক্তক্ষয়ী সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলি বর্ষণ

ব্রেকিং- রক্তক্ষয়ী সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলি বর্ষণ

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুতি নেন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। এসময় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বাজারের দলীয় কার্যালয়ে দিকে যায়। হঠাৎ করে ওই মিছিলে আবদুল কাদের মির্জার সমর্থক জামাল উদ্দিন লিটনসহ কিছু লোক বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি বর্ষণ করে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ সংঘর্ষ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে