নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আসছে ঈদে নিজে ও তার পরিবারের সদস্যরা নতুন জামা-কাপড় পরবেন না। গরিব ও অসহায় মানুষের প্রতি সংহতি প্রকাশ করে এ ঘোষণা দেন তিনি।
শুক্রবার দুপুর আড়াইটায় পৌরসভা চত্বরে দলের নেতাকর্মীদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় একথা বলেন বসুরহাট পৌরসভার মেয়র।
কাদের মির্জা বলেন, আমি দেশের বিত্তবানদেরকেও আহ্বান করব এই মহামারি করোনাভাইরাসের সময় নতুন জামা পরিধান না করে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ান।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। গরিবের কোনো দল নেই। এই মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কোনো দলের প্রয়োজন হয় না।