৭১ বছরের বরের সঙ্গে বিয়ে দেওয়ায় আত্মহত্যা করেছে কনে। ঘটনাটি নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে। গত বুধবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতারে প্রেরণ করেছে। নিহত গৃহবধু লিমা আক্তার (২৮) নিঝুমদ্বীপ ইউনিয়নের মদিনা নগর গ্রামের জাফর উদ্দিনের মেয়ে ।
প্রাপ্ত তথ্যে জানা যায়, লিমা আক্তারের সাথে ঢাকা থেকে নিঝুমদ্বীপে আসা মোঃ ননু মিয়া (৭১) নামের এক বৃদ্ধের সাথে কিছু দিন পূর্বে বিয়ে দেন তার মা মিনারা বেগম। বিয়েতে লিমার মত ছিল না । কিন্তু তার মা জোর পূর্বক তাকে ওই বৃদ্ধের সাথে বিয়ে দেয় । এ নিয়ে বাপের বাড়ীতে মঙ্গলবার রাতে লিমার সাথে মায়ের ঝগড়া বেধে যায়। পরে রাতে পরিবারের সদস্যদের অগোচরে সে বিষ পানে আত্মহত্যা করে। খবর পেয়ে নিঝুমদ্বীপ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। নিঝুমদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেীরজিৎ বড়ুয়া খবরটি নিশ্চিত করেছেন।
এই ব্যাপারে মিনারা বেগম দাবী করেন তার মেয়ে অসুস্থ থাকায় আত্মহত্যা করেছে।