জন্মদিনের অনুষ্ঠানে মেয়ের সামনে মাকে ধ'র্ষণের ঘটনা উঠেছে। এ ঘটনায় ভু'ক্তভো'গী গৃহবধূ (২০) বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনাটি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে ঘটেছে। সোমবার দুপুরে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভুক্তভোগী গৃহবধূ তার মেয়েকে নিয়ে তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যায়। ওই বাড়িতে কয়েকজন ছেলে বন্ধু ও বান্ধবীসহ তারা জন্মদিন উদযাপন করেন। রাতের খাওয়া শেষে সবাই বসে একসঙ্গে গল্প করছিলেন। রাত ১১টার দিকে ওই গ্রামের ভূইয়া বাড়ির আব্দুল হক দেলু মিয়ার ছেলে ফরহাদের (২৫) নেতৃত্বে ৭-৮ জন তাদের কক্ষে প্রবেশ করে।
এ সময় সেই স্থানে আমন্ত্রিত অতিথি পার্শ্ববর্তী দাগনভূইয়া উপজেলার সুজাতপুর গ্রামের রাজনের সঙ্গে ওই গৃহবধূর অবৈধ সম্পর্ক আছে এমন অভিযোগ তু'লে তাদের দুজনকে জো'রপূ'র্বক অন্য একটি ঘরে তু'লে নিয়ে যায়। সেখানে নিয়ে ফরহাদ তাকে মা'রধ'র করে তাদের কিছু কথা জো'রপূ'র্বক মোবাইলে রেক'র্ড করে।
এরই মধ্যে রাজনের বাড়ির পরিবারকে বিষয়টি জানালে তার ভাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজনকে নিয়ে যায়। পরে ফরহাদের সহযোগীরা গৃহবধূকে নিয়ে ফরহাদের ঘরে আ'টকে রাখে। রাত পৌনে ১২টার দিকে ফরহাদ ওই কক্ষে গিয়ে তার সঙ্গে থাকা লোকজনের সহযোগিতায় ওই গৃহবধূকে তারই সন্তানের সামনে জো'রপূ'র্বক ধ'র্ষ'ণ করে এবং ধ'র্ষ'ণ শেষে পুনরায় তার বান্ধবীর ঘরে রেখে আসে। ঘটনাটি কাউকে জানালে আরও বিপদ হবে বলে গৃহবধূকে হু'মকি দিয়ে যায় ফরহাদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ধ'র্ষ'ক ফাহাদকে প্রধান আসামিকে ৩ জনের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।