সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৭:৪৫:২৩

নোয়াখালীতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

নোয়াখালীতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

আরাফাতুর রহমান,নোয়াখালী প্রতিনিধি: বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মের শিশুদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও নোয়াখালীর লাইসিয়াম স্কুল ব্যাতিক্রমধর্মী পিঠা উৎসব হয়েছে। কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় আঙিনায় শতাধিক স্টলে সোমবার দিনব্যাপী চলে এ পিঠা উৎসব।প্রধান শিক্ষক জহিরুল ইসলাম সুমন সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি, জনাব নুরুল ইসলাম, বিশেষ অতিথি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব লাবলী ইয়াসমিন।  

উৎসবে ক্ষীর, সুজির বরপি, ছিটা, ঝুনি, সাকুর, মালপুয়া, পাটি সাপটা, রস কদম, পিংগার, পানপুয়া, টিকেট, চকলেট, গোলাপ, ভাপা, চিতুই, ক্রিসমাস ট্রি, সুজির পুরপিঠা, পার্টি সাফটা, গাজরের পিঠা, আলুর স্টিক পিঠা, ঝাল টিঠা, জামাই পিঠা, চিতল পিঠা, শিমের ফুল পিঠা, নারকেল পিঠা, লাভপিঠা, ছিটা পিঠা ডোনাটা, দুধ পুলি, ভাজা পুলি, হাজের পিঠা, শামুখ পিঠা, খেজুর পিঠা, সবজি পাতা, রানী ভরি পিঠা, ডিমের পিঠা, মুগ চমচম, কেচি পিঠা, পাপড় ভাজা, চিংড়ি পিঠা, মাছ পিঠা, ডালের পিঠা, নুডুলস পাকোড়া পিঠা, লিচি চোকরা, বুতুম পিঠা, সুঁই পিঠা, নারকেলের বিস্কুট, বকুল পিঠা, বেনি পিঠা, জিলাপি পিঠা, ঝুমকা পিঠা, ঝালের পুয়া, ঝুনি পিঠা, নকশি পিঠা, লশকরা, প্রগবল সিদ্ধি পুলি, ভাঁপা পিঠাসহ নানা রকমের শতাধিক পিঠা এতে স্থান পায়।
১১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে