বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ০৯:৪৮:২৮

রাস্তায় যানজটে দেরি, এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দিলেন না কেন্দ্র সচিব

রাস্তায় যানজটে দেরি, এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দিলেন না কেন্দ্র সচিব

নোয়াখালীতে দেরি করে পরীক্ষা কেন্দ্রে আসায় এক এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেননি কেন্দ্র সচিব। বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

রাস্তায় যানজটের কারণে পরীক্ষা হলে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে পারেননি গনিপুর গার্লস হাইস্কুলের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী সামিয়া সুলতানা শান্তা। এ কারণে তাকে পরীক্ষায় বসতে দেননি কেন্দ্র সচিব বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান।

ওই পরীক্ষার্থীর মা রাবেয়া সুলতানা অভিযোগ করে বলেন, 'গত ৫ দিন ধরে আমার মেয়ে অসুস্থ। এই শরীরেই মঙ্গলবার সকালে তাকে নিয়ে রসায়ন পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হই। চৌমুহনীতে দীর্ঘ যানজটের কারণে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে ১৫ মিনিট দেরি হয়। সেখানে যাওয়ার পর কেন্দ্র সচিব আবদুল মান্নান তাকে পরীক্ষা দিতে দেবেন না বলে জানান।'

তিনি বলেন, 'পরে গনিপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ও ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ফারুক ভূইয়া কেন্দ্র সচিবকে পরীক্ষার অনুমতি দিতে অনুরোধ করেন। কিন্তু তিনি কারো কথাই রাখেননি।'

গনিপুর গার্লস হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ফারুক ভূইয়া বলেন, 'যানজটের কারণে ওই শিক্ষার্থী কেন্দ্রে পৌছাতে ১৫-২০ মিনিট দেরি করেছে। কিন্তু তার তো পরীক্ষা দেওয়ার অধিকার আছে। প্রধান শিক্ষক আমার অনুরোধ রাখেননি।'

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং ওই শিক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন। এ বিষয়ে কেন্দ্র সচিব আবদুল মান্নান বলেন, 'ওই পরীক্ষার্থী ৪০ মিনিট পর কেন্দ্রে প্রবেশ করেছে। তাই তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।'

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, 'মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি টেলিফোনে আমাকে জানিয়েছেন। ওই শিক্ষার্থী নির্ধারিত সময়ের অনেক পরে কেন্দ্রে প্রবেশ করেছে। তাই তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।'

এ বিষয়ে জানতে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নিয়ম। তবে কেউ দেরি করে আসলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও দেরির কারণ কেন্দ্র সচিবকে জানাতে হবে। কেন্দ্র সচিব দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা কেন্দ্র সচিব প্রতিদিন বোর্ডকে জানাবে।' তবে দেরি করে এলে যে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, এটা ঠিক নয়,' বলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে