শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ০৭:০৩:২৭

গরিব-দুস্থরা পেল জব্দ করা ৪২০ মণ জাটকা ইলিশ

গরিব-দুস্থরা পেল জব্দ করা ৪২০ মণ জাটকা ইলিশ

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী বাল্কহেড থেকে ৪২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। 

এ সময় ১৬ জনকে আটক করা হলেও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোররাতে ঢালচর এলাকায় এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ভোলার মনপুরা থেকে থেকে মেঘনা নদী হয়ে একটি বাল্কহেড জাটকা ইলিশ নিয়ে নোয়াখালীর চেয়ারম্যানঘাট এলাকায় যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্ট গার্ডের একটি দল মেঘনায় অবস্থান নেয়। 

মাছবোঝাই বাল্কহেড ঢালচর এলাকায় পৌঁছালে ১৬ জন মাঝি-মাল্লাসহ সেটিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৪২০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয় এবং আটক ১৬ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানাসহ গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন,  হাতিয়ার সেকশন কমান্ডার এম রফিকুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেড তল্লাশি করে আনুমানিক ১৬ হাজার ৮০০ কেজি (৪২০ মণ) জাটকাসহ ১৬ জন জাটকা পরিবহনকারীকে আটক করা হয়। 

পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সারোয়ার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, মনপুরা থেকে একটি বোটে করে বিপুল পরিমাণ জাটকা নিয়ে নদীপথে যাওয়ার সময় তাদের থেকে মাছগুলো পাওয়া যায়। জাটকাগুলো ধরার আগেই বাঁচাতে পারলে ভালো লাগত। আমরা নদীতে নিয়মিত জাটকা রক্ষা অভিযান অব্যাহত রেখেছি। চেষ্টা করছি কেউ জাটকা ধরার আগেই যেন সেগুলো রক্ষা করতে পারি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি জাটকা কেনা নিয়ে ক্রেতাদের সতর্ক থাকতে হবে। আমাদের জাটকাবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে