রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ১২:৫৬:১৪

মধ্যরাতে বাসে অভিযান, যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত

মধ্যরাতে বাসে অভিযান, যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদকে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যরাতে বাসে অভিযান পরিচালনা করা হয়েছে। 

শনিবার (৫ এপ্রিল) মধ্যরাতে চৌমুহনী বাস টার্মিনালে সেনাবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।

জানা যায়, ঈদুল ফিতরকে পুঁজি করে বাসের টিকিট কিনতে নোয়াখালী থেকে ঢাকা রুটে চলাচলকারী পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে—এমন অভিযোগ পান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। এরপর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান অভিযান পরিচালনা করলে সত্যতা পান। এ সময় ৩০টি বাসের যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত প্রদানে বাধ্য করা হয়।

এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয় সেজন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে এবং ড্রাইভারদেরকে গতিসীমা ও নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বড় অপরাধ। এমন অপরাধ রোধ ও যাত্রীদের সেবায় এ অভিযান চালানো হয়েছে। ৩০টি বাসের যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে। ঈদের ফিরতি যাত্রা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে