মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৮:৩১

এবার মওদুদের বাড়িতে মারামারি

এবার মওদুদের বাড়িতে মারামারি

নোয়াখালী : কাউন্সিলকে কেন্দ্র করে এবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে  দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।  এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  এতে উভয়পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মানিকপুর গ্রামে মওদুদ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত বিএনপি নেতাকর্মীরা হলেন ফারুক (২৫), নুর মোহম্মদ (২৭) ও মিস্টারসহ (২৬) আটজন।

দলীয় নেতাকর্মীরা জানান, আজ সকাল থেকে ব্যারিস্টার মওদুদ আহমদের গ্রামের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন বিএনপির কাউন্সিল বৈঠক চলছিল।  ২৭ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।

তারা জানান, পরে তিনটি পদে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা পরাজিত হওয়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এতে কমপক্ষে আটজন আহত হয়।  এদের মধ্যে গুরুতর আহত ফারুককে কোম্পানীগঞ্জ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাকিদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

কাউন্সিলরদের ভোটে ওবায়দুল হক খান চরপার্বতী ইউনিয়ন বিএনপির সভাপতি, মিলন সাধারণ সম্পাদক এবং আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করায় ছাত্রদলের একাংশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে।

৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে