রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৯:২৫

পুকুরে কুমিরটি আটকে ছিল ৩৫ বছর, যেভাবে উদ্ধার

পুকুরে কুমিরটি আটকে ছিল ৩৫ বছর, যেভাবে উদ্ধার

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৫ বছর ধরে পুকুরে অবৈধভাবে আটকে রাখা একটি কুমির উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরহাজারী গ্রামের এক পুকুর থেকে বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের একটি দল কুমিরটি উদ্ধার করে।

জানা যায়, ৩৫ বছর ধরে উপজেলার চরহাজারী গ্রামের কুমির আলা বাড়ির পুকুরে অবৈধভাবে আটকে রাখা হয় লোনা পানির কুমিরটিকে। কুমিরের নাম অনুসারে বাড়িটি পরিচিতি লাভ করে কুমির আলা বাড়ি হিসেবে। বছর খানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি নজরে আসে বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের। এরপর শনিবার দুপুর ২টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায় বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিট। সেখানে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করে নোয়াখালী উপকূলীয় বন কর্মকর্তার কার্যালয় নিয়ে যাওয়া হয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, ‘গত বছর ফেসবুকের মাধ্যমে বিষয়টি আমরা অবগত হই। উদ্ধার করা কুমিরটি ৫০ বছর বয়সী এবং এর ওজন প্রায় ১০০ কেজি। এখান থেকে কুমিরটি চট্টগ্রামের সাফারি পার্কে নিয়ে চিকিৎসা শেষে অবমুক্ত করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর উপকূলীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে