বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ১১:৫৪:২০

দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু

দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীতে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাফেজ মাওলানা মো. বেলাল হোসাইন (৬৫) নামের জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে তিনি মারা যান।

 এর আগে বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে নোয়াখালী জেলা শহরের মাইজদীর রশিদ কলোনী এলাকার ফোরলেন সড়কে দুর্ঘটনাটি ঘটে।
 
মাওলানা বেলাল হোসাইন নোয়ান্নই ইউনিয়নের শাহাপুর গ্রামের বাসিন্দা ও রশিদ কলোনি ইউনিট জামায়াতের সেক্রেটারি ছিলেন। তিনি দীর্ঘদিন রশিদ কলোনী জামে মসজিদের ইমামতি করে আসছিলেন।

স্থানীয় জামায়াত নেতা মো. হাসানুজ্জামান জানান, এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
 
মাওলানা বেলাল হোসাইনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি চার পুত্র ও তিন কন্যার জনক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা শোক প্রকাশ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে