বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৭:৩৩

বিএনপির ২ নেতাকে দল থেকে অব্যাহতি

বিএনপির ২ নেতাকে দল থেকে অব্যাহতি

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই অভিযোগে আরও দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে জেলা বিএনপি।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য ও দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন খোন্দকার এবং সদস্য দলিলুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপ কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে, আরেক বিজ্ঞপ্তিতে সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান লিটন ও সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর কমিটি গঠন বিষয়ে জেলা নেতৃত্বকে জড়িয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করেছেন এবং জেলা কমিটির বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। এসব কর্মকাণ্ড সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি।

নোটিশে তাদের আগামী তিন দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না দিলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে অব্যাহতি প্রাপ্তরা ঢাকা পোস্টকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে উত্থাপিত হলে, নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ করা হবে। নোটিশের পর আমাদের জবাব সন্তোষজনক না হলে, আমাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা। কিন্তু আমাদের কোনো নোটিশ না করেই অব্যাহতি প্রদান করা হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো অব্যাহতি ও শোকজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সেনবাগের দুই নেতাকে অব্যাহতি ও দুইজনকে শোকজ করা হয়েছে। আমরা কেউই দলীয় সিদ্ধান্ত অমান্য করতে পারি না। করলেই সাংগঠনিক ব্যবস্থা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে