আরাফাতুর রহমান,নোয়াখালী প্রতিনিধি: ২য় দফায় আগামী ৩১মার্চ অনুষ্ঠিতব্য নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭ টি ইউপি নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট ইউনিয়ন ও আশপাশ এলাকার জনপদ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের নির্বাচনী তৎপরতা ও ব্যস্ততা ততই বেড়ে চলছে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের পক্ষে ব্যাপক গণসংযোগ আর ভোট কেন্দ্রিক মুখরোচক আলোচনা রয়েছে উপজেলার হাঁট বাজার ও দোকান পাটে। নির্বাচনকে কেন্দ্র করে হোটেল ও চা দোকানিদের বানিজ্য ও বেশ জমে উঠেছে। সকাল থেকে গভির রাত পর্যন্ত উপজেলা ৭ টি ইউনিয়নে বিশেষ করে কবিরহাট উপজেলা শহর এলাকার হোটেল, রেস্তোরা গুলো থাকে লোকজনে পরিপূর্ণ।
বসস্ত বাতাসের সাথে চায়ের কাপেও ঝড় তুলছেন সাধারণ ভোটররা। সকাল থেকে রাত পর্যন্ত সর্বত্র গুঞ্জন কারা হচ্ছেন ৭ ইউনিয়নের চেয়াম্যান ও মেম্বার। সেই সাথে চতুর ভোটাররা আবার কড়া হিসাব-নিকাশ কষতেও ব্যস্ত রয়েছেন। কাকে ভোট দিলে সাধারণ মানুষের উপকার হবে এলাকার রাস্তাঘাট উন্নয়নে সহায়ক হবে। এ নিয়ে চলছে বেশ আলাপ আলোচনা। আবার অনেকে দেখছেন আগের ও বর্তমান প্রার্থীদের অতীত চরিত্র ও নৈতিকতার দিকটিও। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চেয়ারম্যান ও সাধারণ ওয়ার্ড সদস্যদের পাশাপাশি সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা নিজের পক্ষে প্রচার-প্রচারনা ও ভোট চাওয়ার জন্য আত্মীয়-স্বজনকে কাজে লাগাচ্ছেন। কোনো কোনো ওয়ার্ডে স্বামী স্ত্রীর আবার স্ত্রী স্বামীর জন্য ভোট চাইছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের।
কবিরহাট উপজেলার ৭ টি ইউনিয়নের ৭৩ টি পদের বিপরীতে ৩৪৮ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। চেয়াম্যান প্রার্থীরা হচ্ছেন, ১ নং নরোত্তমপুর ইউনিয়নে নৌকার প্রার্থী একে এম সিরাজ উল্যাহ, ধানের শীষে মোঃ এনামুল হক, সতন্ত্র প্রার্থী মোঃ শাহাদাত হোসেন মাসুদ, এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৪ এবং সংরক্ষিত সদস্য প্রার্থী ১০ জন। ২নং সুন্দলপুর ইউনিয়ন ঃ নৌকার প্রার্থী মোঃ নুরুল আমিন রুমি, ধানের শীষের প্রার্থী আবদুর রহিম, এখানে সাধারণ সদস্য প্রার্থী ২৯ ও সংরক্ষিত প্রার্থী ৮ জন। ৩ নং ধান শিঁড়ি ইউনিয়ন ঃ নৌকার প্রার্র্থী মোঃ নুরুল আলম ভুঁইয়া, ধানের শীষের প্রার্থী মোঃ আবদুস সালাম, ইসলামী আন্দোরন বাংলাদেশের মোঃ আবুল হোসেন, সতন্ত্র প্রার্থী আবদুল মান্নান, ফাকেয়ারা বেগম, মোঃ মনিরুজ্জামান, মোঃ কামাল উদ্দিন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৩ ও সংরক্ষিত ওয়ার্ডে ১৪ জন প্রার্থী রয়েছেন। ৪ নং গোষবাগ ইউনিয়ন চেয়াম্যান পদে নৌকার প্রার্থী ফারুক আহম্মেদ ভুঁইয়া, ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান চৌধুরী, নাঙ্গল এর প্রার্থী (জাপা এরশাদ) আবদুল খালেক, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির নুর মোহাম্মদ, সতন্ত্র প্রার্থী মোহসিন ভুঁইয়া, মোঃ জসিম উদ্দিন। এ ইউনিয়নে সাধারণ সদস্য প্রার্থী ৩৬ ও সলরক্ষিত ১০ জন। ৫ নং চাপরাশির হাট ইউনিয়ন ঃ নৌকার প্রার্থী মোঃ মহি উদ্দিন, ধানের শীষের প্রার্থী গোলাম সারওয়ার, সতন্ত্র প্রার্থী আবু নাসের মোল্লা ও মোঃ শহিদ উল্যা। এখানে সাধারণ সদস্য পদে ৩৫, সংরক্ষিত সদস্য পদে ১১ জন প্রার্থী রয়েছেন। ৬ নং ধান শালিক ইউনিয়ন ঃ নৌকার প্রার্থী ইয়াকুব নবী ও ধানের শীষের প্রার্থী মোঃ জিয়াউল হক জিয়া। এখানে সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৮ জন প্রার্থী রয়েছেন। ৭ নং বাটইয়া ইউনিয়ন ঃ নৌকার প্রার্থী হল মোঃ মোশাররফ হোসেন, ধানের শীষের গোলাম হায়াত শাকের, জাতীয় পার্টির মোঃ হুমায়ুন, সতন্ত্র প্রার্থী ইকবাল মাহমুদ, মোঃ মিজানুর রহমান। এখানে সাধারণ সদস্য পদে ৩৪ এবং সংরক্ষিত সদস্য পদে ১৩ জন নারী প্রতিযোগিতা করছেন।
কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাছিনা ইসলাম বলেন, কবিরহাট উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৩ টি ওয়ার্ডে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নিবাচনের লক্ষ্যে উপজেলা প্রশাসন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। আশাকরি কবিরহাট উপজেলা বাসীকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হব।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস