মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৪:৩১:৩৯

সোনাইমুড়ীর আশপাশের সড়কে গাছ ফেলে অবরোধ

সোনাইমুড়ীর আশপাশের সড়কে গাছ ফেলে অবরোধ

আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নে পোরকরা গ্রামবাসীর সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাওহীদের সদস্যদের সংঘর্ষের পর এলাকায় মধ্যরাত পর্যন্তও উত্তেজনা বিরাজ করছে। আশপাশের সড়কে গাছ ফেলে অবরোধও করে রেখেছে গ্রামবাসী।

এ  কারণে মঙ্গলবার (১৫ মার্চ) প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষস্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মোতায়েন রয়েছে র্যাব ও বিজিবিও।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম  জানান, অবরোধ তুলে নিতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নোয়াখালী জেলাসহ পাশের লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকেও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।

এর আগে, দুপুর আড়াই থেকে বিকেল ৫টা পর্যন্ত পোরকরা  গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাওহীদের দুই সদস্যসহ তিনজন নিহত হয়। আহত হন পাঁচ পুলিশ সদস্যসহ অর্ধশত লোক।
১৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে