আরাফাতুর রহমান,নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশের স্থপতি শেখমুজিবের রহমানের ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নোবিপ্রবিতে নেয়া হয়েছে অনেক ব্যতিক্রম অনুষ্ঠান।
এদিকে এদিনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে প্রয়োজনীয় কর্মসূচী প্রনয়ন ও বাস্তবায়নের জন্যে গত২৭ জুলাই বেলা ২.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অহিদুজজামান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্য বারের মত এবারও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে প্রথমবারের মত মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে: কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ,রচনা প্রতিযোগিতা, বাংলাদেশের স্থপতির জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা,প্রামাণ্য চিত্র প্রদর্শনী, স্মরনীকা প্রকাশ,তাঁর সফর বা ভাষণ ভিত্তিক ভিডিও প্রদর্শনী, দেয়ালিকা প্রকাশ,বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর পাঠচক্র, রক্তদান কর্মসূচী, টুঙ্গিপাড়া গমন ও বঙ্গবন্ধুর মাজার জিয়ারত,বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরী এবং শ্রদ্ধার্ঘ নিবেদন ইত্যাদি।
কর্মসূচীসমূহ বিভাগ,হল ও কেন্দ্রীয়ভাবে পালন করা হবে।
অনুষ্ঠান আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্নের লক্ষ্যে প্রোভিসির নেতৃত্বে একটি কমিটি করা হয়।
এছাড়াও প্রস্তুতি সভায় আরাও উপস্থিত ছিলেন প্রোভিসি, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান বৃন্দ,প্রভোস্ট বৃন্দ, প্রক্টর, অফিস প্রধান বৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।
২ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস