নোবিপ্রবিতে ঈদের ছুটি শুরু
আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধিঃ পবিত্র শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আজ রোববার (১২ জুলাই) থেকে ছুটি হচ্ছে। এ ছুটি আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ছুটি হচ্ছে ১৫ জুলাই থেকে। ছুটি শুরু হওয়ার আগ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ডরমেটরি এবং ক্যাম্পাস ছুটির আগ থেকে ফাঁকা লক্ষ্য করা গেছে। ছুটি হওয়ার ১ সপ্তাহ আগ থেকে ক্যাম্পাস ফাঁকা লক্ষ্য করা গেছে। একান্ত যাদের পরীক্ষা ছিল তাদেরকে ক্যাম্পাসে দেখা গেছে।
১২ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস