মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ১০:৩০:৪০

ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২

ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২

নোয়াখালী: ফুটবল খেলা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এখন পর্যন্ত দুইজন মারা গেলেন। তারা হলেন- ছাত্রকর্মী ওয়াসিম (২২) ও ফজলে রাব্বি রাজিব (২৩)।

মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ওয়াসিম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী ইয়াসিন (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সোমবার দিনগত রাত ৮টার দিকে নোয়াখালী সরকারি কলেজ পুরাতন ক্যাম্পাসের পাশে বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ফুটবল খেলা চলাকালীন সময়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এর জের ধরে রাতে রাজীবের বন্ধু ছাত্রলীগের এক পক্ষের সঙ্গে একই এলাকার অন্য পক্ষের ছাত্রলীগ কর্মী সাজু, সুলতান ও সৌরভের ফের কথা কাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে সাজু রাজিবসহ ৩ জনকে গুলি করে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাজিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আরেক ছাত্রলীগ কর্মী ওয়াসিমকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যুর তথ্য জানিয়েছেন।
২২ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে