বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০৮:৩৬:২০

নোয়াখালীতে হত্যা মামলার প্রধান আসামীর বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীতে হত্যা মামলার প্রধান আসামীর বাড়িতে অগ্নিসংযোগ

আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধিঃ গত সোমবার দুপুরে নোয়াখালীর সরকারী কলেজ পুরাতন ক্যাম্পাসের পুকুরে কুকুর গোসল করানোকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী সাজুর ছোঁড়া গুলিতে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসিম, জামশেদুল হক ইয়াসিন ও ফজলে রাব্বি হুদা রাজিব নিহত হয়। নিহত ৩জনই নোয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে গত মঙ্গলবার রাতে সাজুকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার জের ধরে ক্ষুব্ধ নিহতের স্বজনরা বুধবার সাড়ে আটটার সময় সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী সাজুর বসতবাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে ৩-৪ টি টিনের ঘর সম্পূর্ণ ভষ্মীভূত এবং একটি পাকা দালানের অংশবিশেষ পুড়ে যায়।
খবর পেয়ে নোয়াখালীর মাইজদী দমকল বাহিনীর স্টেশন সহকারী পরিচালক হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল অগ্নি নির্বাপক ইউনিট এবং বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা করে রাত সাড়ে নয়টার সময় আগুণ নিয়ন্ত্রণে আনে।
বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক ও দমকল ইউনিটের সহকারী পরিচালক হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নি সংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ও নোয়াখালী পৌরসভার সীমান্তবর্তী এলাকা অনন্তপুর গ্রামের কুদরত উল্যাহর ছেলে সন্ত্রাসী সাজু গত সোমবার রাত আনুমানিক ৯.০০ টার সময় জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ও নোয়াখালী সরকারি বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক সাইফুল ইসলাম ওয়াসিম তার বন্ধু রাশেদুল হক ইয়াছিন ও ফজলেহ রাব্বি রাজিবকে নিয়ে একটি মোটর সাইকেল যোগে নোয়াখালী সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা সংলগ্ন জাহান সুপার মার্কেটে আড্ডা দেয়াকালীন সময়ে একদল সন্ত্রাসী নিয়ে ওই স্থানে পৌঁছে রাব্বি ওয়াসিম ও ইয়াছিনকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এলোপাথাড়ি গুলি করে। এতে ফজলে রাব্বির বুকের ডানদিকে গুলিবিদ্ধ হয়ে সোমবার রাতে ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় পেটে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুল ইসলাম ওয়াসিম ও ইয়াছিনকে উদ্ধার করে রাত সাড়ে ৯ টার সময় নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। পরবর্তীতে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদের মধ্যে সাইফুল ইসলাম ওয়াসিম সোমবার দিবাগত রাত ৩ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জামশেদুল হক ইয়াছিন বুধবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান।
 তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় নোয়াখালী শহরে শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরূদ্ধে ক্ষোভে ফুঁসে উঠে। ওই ঘটনার জের ধরে এই হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবী।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০.৪৫) পুলিশ ওই বাড়িতে এলাকায় অবস্থান করছিল।
২৪ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে