বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৮:৫৯:২১

পরীক্ষায় নকল করতে না পেরে শিক্ষকদের ধাওয়া, সড়ক অবরোধ

পরীক্ষায় নকল করতে না পেরে শিক্ষকদের ধাওয়া, সড়ক অবরোধ

নোয়াখালী : পরীক্ষার হলে নকল করতে না দেয়ায় শিক্ষকদের ধাওয়া দিয়ে কলেজে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা।  খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  তবে শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার সময় শিক্ষকরাই নকল প্রতিরোধের অজুহাতে তাদের সঙ্গে বাড়াবাড়ি করেছেন।

এ ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের হাতিয়া ডিগ্রি কলেজে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় হাতিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ৫১০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  এদিন ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ছিল।  

জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার পরই কয়েকজন পরীক্ষার্থী শিক্ষকদের ধাওয়া করে।  শিক্ষকরা ভয়ে অফিস কক্ষে গিয়ে ভেতর থেকে খিল লাগিয়ে দেন।  এসময় পরীক্ষার্থীরা কলেজ আঙিনায় থাকা শিক্ষকদের মোটরসাইকেল, কয়েকটি কক্ষের টেবিল ও কাচ ভাঙচুর করে।  পরে হাতিয়া প্রধান সড়ক অবরোধ করার চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক করে।

কয়েকজন পরীক্ষার্থীর অভিযোগ, পরীক্ষা চলাকালে কেন্দ্রের শিক্ষকরা অকারণে তাদের সঙ্গে অশালীন আচারণ করেন।  প্রসাব করতে যেতে চাইলেও অনেককে যেতে দেননি।  আবার যেতে দিলেও টয়লেটের দরজা খুলে রাখতে হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরফুদ্দিন জানান, দ্বীপ কলেজের পরীক্ষার্থীরা ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় নকল করার সুযোগ না পাওয়ায় কলেজে হামলা চালিয়েছে।  এসময় শিক্ষকদের ৫টি মোটরসাইকেল, দু’টি কক্ষের টেবিল, প্রশাসনিক ভবনের জানালার কাচ, নোটিস বোর্ড ও একটি টিউবওয়েল ভাঙচুর করে।

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ দেব্রত দাস গুপ্ত জানান, পরীক্ষা শেষে তার কলেজের পরীক্ষার্থীরা হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে ঝামেলায় জড়িয়েছে শুনেছি।  তবে দু’টি কলেজের দূরত্ব প্রায় ৭/৮ কিলোমিটার হওয়ায় খবর নিতে পারিনি।   

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  কলেজে ভাঙচুরের ঘটনায় লিখিত  কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।
৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে