আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের বিরুদ্ধে আদালতে বিচারাধীন মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তাকে চেয়ারম্যান পদের দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের ইপ-১ শাখার সিনিয়র সহকারী সচিব শরীফা আহাম্মেদ স্বাক্ষরিত স্মারক নং-স্থসবি/ইপ/সাবজ-৩৮/২০০৭ (অংশ-২)-৪১৮ তাং ১৩ এপ্রিল পত্রে অফিস আদেশে জানানো হয়, বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন এর বিরুদ্ধে ফৌজধারী মামলা নং ৩৮ তাং ০৩.০৭.২০১৪ চাজর্শিট নং ১৩৭ (ক), জি আর নং-১৩৬৭/১৪, বেগমগঞ্জ মডেল থানায় মামলা নং-০৯,তাং-০৮/০১/২০১৫, চাজর্শিট নং ২৭৫, তাং-০৪/০৭/২০১৫ এবং বেগমগঞ্জ মডেল থানায় মামলা নং-৪১ প্রকৃত নং ৪৬ তাং ২৭/০৩/২০১৪ এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে মর্মে নোয়াখালী জেলা প্রশাসক ও নোয়াখালী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন।
বিজ্ঞ আদালতে উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারাধীন মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে মনে করে উক্ত ইউপি চেয়ারম্যানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), আইন ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক সাময়কি বরখাস্ত করা হলো।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস