রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০৮:১১:৩০

মাহবুব উদ্দিন খোকনের বিরূদ্ধে মামলা

মাহবুব উদ্দিন খোকনের বিরূদ্ধে মামলা

আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: আগামী ২৩ এপ্রিলে অনুষ্ঠেয় নোয়াখালীর চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নেতা কর্মীদের নিয়ে অস্ত্রের মহড়া, মিছিল-সমাবেশ ও সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেয়াসহ নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে বিএনপির যুগ্ন মহাসচিব ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকনের বিরূদ্ধে মামলা দায়ের হয়েছে। চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহির উদ্দিন পলাশ বাদী হয়ে গত শুক্রবার রাতে চাটখিল থানায় এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও মোহাম্মদপুর ইউপি বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু সায়েদ চৌধুরী।
থানায় দায়ের করা মামলা ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির যুগ্ন মহাসচিব ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করতে ঢাকা থেকে শুক্রবার বিকেলে চাটখিলে আসেন। প্রথমে মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা, শোল্লা তিন রাস্তার মাথা ও বানসা বাজারে তার নেতৃত্বে দলীয় সশস্ত্র নেতা কর্মীদের ও ধানের শীষের প্রতীক নয়ে বিশাল মিছিল ও মোহড়া দেন।
এতে এলাকাবাসীর মাঝে আতংক দেখা দেয়। বহিরাগত সন্ত্রাসী নিয়ে অস্ত্র প্রদর্শন ও মিছিল মিটিং করা নির্বাচনী আচরণ বিধি পরিপন্থী জেনেও মাহবুব উদ্দিন খোকন তা করেছেন। এছাড়াও খোকন তার বক্তব্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের গুন্ডা বলে আখ্যায়িত করে তাদেরকে যেখানে পাবে সেখানে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়ার নির্দেশ দেন এবং নৌকা মার্কার প্রার্থী মোঃ শহীদ উল্যাকে প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের মাঝে সন্ত্রাসী আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নেতার এ হুমকি ও আচরণবিধি লংঘনের প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগ আজ ১ টার সময় শোল্লা তিন রাস্তার মাথায় এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে মাহবুব উদ্দিন খোকনকে চাটখিলে অবাঞ্চিত ঘোষণা করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সামছুল আলম মন্টু, খোরশেদ আলম, বেলাল হোসেন ও জহির উদ্দিন পলাশ।
মোহাম্মদপুর ইউনিয়নের নৌকার প্রার্থী মোঃ শহীদুল্লাহ বলেন, বিএনপির যুগ্ন মহাসচিব তাকে প্রকাশ্য দিবালোকে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যপারে বিএনপির যুগ্ন মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা বললে তিনি তার বিরূদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সরকার দলীয় নেতাকর্মীরা প্রতিনিয়তই আচরণবিধি লংঘন করে যাচ্ছে। এবং চাটখিলের বিভিন্ন ইউনিয়নে ধনের শীষের প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে গেলেও স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।
এ ব্যপারে চাটখিল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন ঘটনার সত্যতা ও লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয় স্বীকার করে বলেন, নির্বাচন আচরণবিধি লংঘনের বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চেয়ারম্যানপ্রার্থীকে প্রাণ নাশের হুমকি দেয়ার বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে