বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০১:৩৫:৩৯

নোয়াখালীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন নির্বাচিত

নোয়াখালীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন নির্বাচিত

আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধি:আগামী ৭ মে ৪র্থ ধাপে নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার শেষে প্রার্থী চূড়ান্ত হয়েছে।
এ উপজেলায় ৫৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৩ জন, সংরক্ষিত মহিলা আসন ৭৪ জনের মধ্যে ৪ জন, সাধারণ সদস্য ৩৮৩ জনের মধ্যে ৩৫ জনের প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১০ ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম এর কার্যালয়ে পার্থিরা উক্ত প্রার্থীতা প্রত্যাহার করেন।

এ উপজেলায় আওয়ামীলীগের ১০জন, বিএনপির ৯ জন, ইসলামী আন্দোলনের ৮জন, জামায়াতের ৩ জন, ইসলামী ঐক্যজোটের ১জন ও স্বতন্ত্র ১১ জনসহ ৪২ জন চেয়ারম্যান প্রার্থী, ৭০ জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ও ৩৪৮ জন সাধারণ সদস্যের মনোনয়ন প্রার্থীতা চূড়ান্ত ঘোষণা করা হয়। এ উপজেলায় জাতীয় পার্টির কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
উপজেলার ১০ ইউপির ৪২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ নং বারগাঁও ইউনিয়নে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগের প্রার্থী ইঞ্জিনিয়ার আনিসুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন।

সংরক্ষিত মহিলা আসনের ৬৫ জনের মধ্যে ৫ নং অম্বরনগর ইউপিতে সংরক্ষিত ৩ আসনে জাহানারা বেগম, ১ নং জয়াগ ইউপিতে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে খালেদা আক্তার, ৯ নং দেওটি ইউপিতে সংরক্ষিত ১ আসনে রোকেয়া বেগম, ২ নং সংরক্ষিত আসনে হাজেরা বেগম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা সদস্য নির্বাচিত হন।

সাধারণ সদস্য ৩৪৬ জনের মধ্যে ৩ চাষীরহাট ইউপিতে ৮ নং ওয়ার্ডে সাবেক সদস্য ফখরুল ইসলাম সোহাগ, ৭ নং বজরা ইউপির ৯ নং ওয়ার্ডে কেএম নেয়ামত উল্যা, ৮ নং সোনাপুর ইউপির ৭ নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, ৯ নং দেওটি ইউপির ৩ নং ওয়ার্ডে শহিদ উল্যা, ৫ নং ওয়ার্ডে ইব্রাহিম খলিল, ৬ নং ওয়ার্ডে মোতাহের হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হন।
এদিকে ৭ নং বজরা ইউপির ৪ নং ওয়ার্ডে ৪ জন সাধারণ সদস্যদের প্রত্যেকেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে