নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় নারী ব্যাংকারকে উত্ত্যক্ত করায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালাহ উদ্দিন বাবর (৩২) নামের ওই ব্যক্তি চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সালাহ উদ্দিন বাবরকে গ্রেপ্তার করা হয়। তিনি চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর কর্মসংস্থান ব্যাংকের এক নারী কর্মকর্তাকে তার কর্মস্থলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো আওয়ামী লীগ নেতা বাবর। বুধবার বিকেলে অফিস থেকে বের হয়ে তার চাটখিল বাজারস্থ নিজের বাসায় যাওয়া পথে সালাহ উদ্দিন বাবর ও তার কয়েকজন সহযোগী ওই নারী কর্মকর্তাকে আবারো উত্ত্যক্ত করে।
পরে ভিকটিম বিষয়টি তার ভাইকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং এ ব্যাপারে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলাও হয়। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বাবরকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন বাবরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম