তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে।আকাশের অবস্থা থমথমে। জনমনে আতঙ্ক বিরাজ করছে।
আজ বিকালে ৪ নম্বর থেকে সর্তক সংকেত ৭ নম্বর এ উপনীত হওয়ায় দূর্যোগ ব্যবস্থা কমিটি জরুরী বৈঠকে বসেন। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: মইন উদ্দিনের সাথে আলাপ করা হলে তিনি জানান বিকাল থেকে হাতিয়ায় নিঝুম দ্বীপ সহ বেড়ীর বাহিরে অবস্থান কারী জনগনকে নিরাপদ আশ্রয়ে আনা হচ্ছে। ইতি মধ্যে কয়েকটি আশ্রয় কেন্দ্রে অনেকে এসেছেন।
২০ মে,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস