শনিবার, ২১ মে, ২০১৬, ১২:২৩:৩২

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ প্রভাব মোকাবেলায় প্রস্তুত নোয়াখালী

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ প্রভাব মোকাবেলায় প্রস্তুত নোয়াখালী

আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ প্রভাব মোকাবেলায় নোয়াখালী জেলা প্রশাসন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে হাতিয়া, সূবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায় ২৮২টি আশ্রয়ক কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

শুক্রবার (২০ মে) বিকেল থেকে হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার উপকূলীয় অঞ্চলের লোকজনকে নিরাপদে
সরে আসার জন্য মাইকে প্রচারণা চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গত দু’দিন থেকে জেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টি আরো বেড়ে চলছে। রোয়ানু মোকাবেলায় ইত্যোমধ্যে জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৫৬টি, সুবর্ণচরে ৯৬টি ও কোম্পানীগঞ্জের উপকূলীয় অঞ্চলের ৩০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে।

এ দিকে শুক্রবার বিকেল হতে প্রশাসন, সিপিপি, রেড ত্রিসেন্ট ও রেডিও সাগর দ্বীপের পক্ষ থেকে লোকজনকে নিরাপদে সরে
আসতে উপকূলীয় অঞ্চলগুলোতে মাইকিং করা হচ্ছে। এছাড়াও প্রতিটি উপজেলাতে মেডিকেল টিম, শুকনো খাবার প্রস্তুত
 রাখা হয়েছে। উপকূলে থাকা সকল ধরনের মাছধরার ট্রলার, নৌকা’সহ জেলেদের নিরাপদে সরিয়ে আসতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা সত্ত্বে ও তিনটি উপজেলার উপকূলের বাসিন্দাদের এখন পর্যন্ত

(শনিবার ৯টায়, ২১ মে ২০১৬) আশ্রয় কেন্দ্রে আসতে দেখা যায়নি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসান মোহাম্মদ মহিন উদ্দিন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন উর রশিদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বাংলামেইলকে জানান, ইত্যোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় পূর্ব ও পরবর্তী সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপকূলের লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে আসতে কাজ করা হচ্ছে। এছাড়াও উপকূলের বাসিন্দারে নিরাপদ আশ্রয়ের জন্য ২৮২টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি উপকূলের কাছাকাছি থাকা সকল ধরনের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ভবনগুলোও প্রস্তুত রাখা হয়েছে।
২১ মে ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে