সোমবার, ১১ জুলাই, ২০১৬, ০৮:৫৮:৩৫

আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত, ২৬ দোকান ভাংচুর

আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত, ২৬ দোকান ভাংচুর

তাজুল ইসলাম তাসলিম, হাতিয়া প্রতিনিধি: গতকাল রবিবার সকাল থেকে দিনভর দ্বীপ উপজেলা হাতিয়ায় আ,লীগের দু,গ্রুপের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০জন গ্ররুতর আহত হয়। আহতদের মধ্যে আশ্রাফ(৪০) আবস্থা আশংকা জনক। এসময় ২৬টি দোকান ঘর ভাংচুর লুট ৩ টি মোটর সাইকেলে অগ্নি সংযোগ করা হয়। বর্তমানে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে
                    
জানা গেছে, রবিবার সকালে হাতিয়ার খাসেরহাট বাজারে ইউপি নির্বাচনের জের ধরে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মুহিনের সমর্থকদের দোকানঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলাকারীরা ২৬টি দোকানঘরে ব্যাপক ভাংচুর করে নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় ৫ জন আহত হয়। একই সাথে মহিউদ্দিন মুহিনের মোটরসাইকেলসহ ৩টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। বাজারের পাশ্ববর্তী ছিদ্দিক মাষ্টারের বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এদিকে পৌর এলাকার সৈয়দিয়া বাজারে মেয়র সমর্থক মো. আশ্রাফ (৪০) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার  দুপুর আড়াইটার দিকে পৌরসভার সৈয়দিয়া বাজার সংলগ্ন নহেল কাউন্সিলরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত মো. আশ্রাফ হাতিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের বুদু সর্দারের ছেলে। তিনি পৌর মেয়র একেএম ইউছুপ আলীর সমর্থক।
      
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে হাতিয়া সদরের ওছখালী বাজারে উপজেলা আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক ও চরকিং ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ একটি সমাবেশের ডাক দেন। ওই সমাবেশ যোগ দিতে সোনাদিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম মালোশিয়া তার লোকজন নিয়ে ওছখালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ইউপি নির্বাচন পরবর্তী পূর্ব বিরোধের জের ধরে তার লোকজন সৈয়দিয়া বাজার সংলগ্ন নহেল কাউন্সিলরের বাড়িতে হামলা চালিয়ে আশ্রাফকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় দু’পক্ষের সংঘর্ষ হয়।এতে প্রায় ১৫ জন আহত হয়। এব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: মইন উদ্দিন জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
১১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে