নরসিংদী : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহত হয়েছেন অন্তত ৩৭ যাত্রী বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন ৭ জন। আহত হয়েছেন ৩০ জন। বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের গকুলনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
।এদের মধ্যে ড্রাইভার ও একজন মহিলা যাত্রীসহ ৪ জন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ৩ জন। আহতদেরকে ভৈরব, নরসিংদী ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে অনেকের অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ও নিহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে বিকেল সাড়ে ৩টায় রায়পুরা উপজেলার গকুলনগর পেট্রলপাম্পের সামনে পৌঁছলে ভৈরব থেকে ঢাকাগামী চলনবিল পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস দুটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এসময় উভয় বাসের যাত্রীরা হতাহত হন।
রায়পুরা থানার দারোগা এসআই শাখাওয়াত হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জন্যকে মৃত অবস্থায় দেখতে পান। কিন্তু তাদের কোনো পরিচয় উদ্ধার করতে পারেননি।
তিনি নিজেও উদ্ধারকাজে অংশ নিয়ে আহত ২০/২২ জনকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। এ অবস্থায় কারো নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। আহত ও নিহতদের নাম উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
১৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর