শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ১০:০২:৩৮

পল্লবীর পর এবার ফতুল্লা থানায়

পল্লবীর পর এবার ফতুল্লা থানায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজধানীর পল্লবী থানার পর এবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়। পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনার একদিন পর একই ঘটনা ঘটলো ফতুল্লায়। শনিবার সন্ধ্যা সাতটার দিকে রকি হত্যা মামলার আসামি কবির হোসেন ফতুল্লা থানা থেকে পালিয়ে গেছেন। কবির হোসেন ফতুল্লার দেওভোগ দেওভোগ নুর মসজিদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পশ্চিম দেওভোগ এলাকার রাকিবুল হাসান রকি হত্যা মামলার ১৭ আসামির মধ্যে অন্যতম তিনি। মাদক ব্যবসায় বাধা দেয়া ও মাদকবিরোধী কমিটি গঠন করায় ২০১৪ সালের ২১ মার্চের রাতে রকিকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২৩ দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে রাসেল মিয়া ১৬৪ ধারার জবানবন্দিতে আদালতকে ১৭ জনের নাম জানান। ফতুল্লা থানার এএসপি শরীফুল হাসান গণমাধ্যমকে জানান, শনিবার রাত ৭টার দিকে আসামি কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য এসআই নাহিদের রুমে নেয়া হয়। ভুলবশত হাজতের লক না লাগানোয় পুলিশের চোখ ফাঁকি দিয়ে চম্পট দিয়েছে সে। আদালত থেকে গত বৃহস্পতিবার কবিরকে তিনদিনের রিমান্ডে আনা হয়েছিল বলে জানান তিনি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর পল্লবী থানা থেকে রিমান্ডের আসামি আতিকুর রহমান সূর্য পালিয়ে যান। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমানকে প্রত্যাহার করা হয়। ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে