‘৮০ ভাগ আসনেই হেরে যাবে বিএনপি’
নরসিংদী : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির একমাত্র পুঁজি হচ্ছে কথামালার চাতুরী। তাদের নেতিবাচক রাজনীতির কারণে শতকরা ৮০ আসনেই হেরে যাবে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীর পাঁচদোনায় ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ রাজনৈতিক বিলবোর্ড ও স্থাপনা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আটদিনের মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, নির্বাচনে ও আন্দোলনে বিএনপির রাজনীতিতে কোথাও নিকট অতীত সাফল্য নেই। এ ব্যর্থতাকে ঢাকতেই তারা নালিশনির্ভর, ভাষণসর্বস্ব রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে। তাদের নালিশই এখন গলার জোর।
ওবায়দুল কাদের বলেন, তোতা পাখির মতো প্রতিদিনই বলে যাচ্ছে বিএনপি। বলছে, নির্বাচন সুষ্ঠু হবে না, সুষ্ঠু হলে শতকরা ৮০টি আসন তারা বিজয়ী হবে। কিন্তু তারা জানে না বাংলাদেশের জনগণের মনের ভাষা, চোখের ভাষা।
তিনি বলেন, তারা যেহেতু মাঠে ময়দানে থাকে না, তাদের নেতারাও এরই মধ্যে ঘরে ঢুকে গেছে। নিজেদের মধ্যে তারা নানান ধরনের হতাশা এবং বেপরোয়া মানসিকতা কাজ করছে।
ওবায়দুল কাদের বলেন, পেট্রলবোমা, ককটেলের রাজনীতিতে মানুষ পুড়িয়েও তারা ক্ষমতার খায়েশ পূর্ণ করতে পারেনি। এখন কথামালার চাতুরী ছাড়া আর কোনো পুঁজি নেই তাদের।
শতকরা ৮০ আসনেই তারা হেরে যাবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দীন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, নরসিংদী সওজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�