ভুল সিগন্যালে স্টেশন মাস্টার বরখাস্ত
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  নরসিংদী : শুক্রবার নরসিংদীতে রাতে ট্রেন দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে ভুল সিগন্যালকে দায়ী করা হয়েছে।  এ জন্য স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
তবে দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ম্যানেজার মো. আরিফুজ্জামান জানিয়েছেন। 
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী স্টেশনের কাছে সিংড়াগাছয় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন উল্টে এক পথচারী নিহত হন।  এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন শতাধিক যাত্রী।
শনিবার আরিফুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।  এ জন্য নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাজাহান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  ঘটনার পর থেকে স্টেশন মাস্টারের খোঁজ পাওয়া যাচ্ছে না।  এ কথা জানিয়েছেন সহকারী স্টেশন মাস্টার এ টি এম মুসা।
ঢাকা বিভাগীয় রেলওয়ে টেকনিক্যাল অফিসার মো. মাহাবুবুর রহমানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানান রেল কর্মকর্তা আরিফুজ্জামান।  
আজ শনিবার সকাল ৮টার দিকে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি উদ্ধার করা হয়েছে।
৯ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �