শনিবার, ২১ মে, ২০২২, ০১:১৮:২৬

খাবার কম দেওয়ায় বিয়ে বাতিল, প্রেমিকা কনের আত্মহত্যার চেষ্টা!

খাবার কম দেওয়ায় বিয়ে বাতিল, প্রেমিকা কনের আত্মহত্যার চেষ্টা!

নরসিংদী: নরসিংদী রায়পুরার বিয়ে বাড়িতে খাবার কম দেয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কন্যাপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রায়পুরার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এদিকে উভয় পক্ষেরে মধ্যে মারামারি ও সংঘর্ষের ফলে বিয়ে না করেই ফিরে যান বর। তাই রাগে ক্ষোভে আত্মহত্যার চেষ্টা চালায় বিয়ের কনে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রায়পুরার মুসাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সাথে একই উপজেলার মাহমুদপুর গ্রামের আতাউর মিয়ার ছেলের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরেই দুই পরিবারের সম্মতিতে শুক্রবার তাদের বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরের পর বরযাত্রী আসলে খাওয়া-দাওয়া শুরু হয়।

একপর্যায়ে বরপক্ষের লোকজনকে খাবার কম দেয়ায় বরের বাবা রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়। এরপর তিনি খাবার ভর্তি প্লেট ফেলে দেয়। এই দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ দু’পক্ষের ১০ জন আহত হয়। 

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় বিয়ে সম্পন্ন না করেই বরসহ বরযাত্রীরা ফিরে যায়। এদিকে বিয়ে ভেঙ্গে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।

রায়পুরা থানার এসআই রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, বরপক্ষকে খাবার কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে