নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকার বাড়িতে গলায় ফাঁ'স দিয়ে মামুন (২৩) নামে এক যুবকের ‘আ'ত্মহ'ত্যার’ খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার একই ইউনিয়িনের পূর্ব বীরগাঁও গ্রামের আবু সিদ্দীকের ছেলে। তিনি একজন ট্রাক্টরচালক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, খালিয়াবাইদ গ্রামের এক মেয়ের সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মামুনের। বিষয়টি উভয় পরিবারই জানত। কয়েক দিন আগে মামুনের পরিবার থেকে প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রেমিকার পরিবার তাতে সম্মতি দেয়নি।
শনিবার রাত ১টার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। কিন্তু প্রেমিকা দেখা করেননি। পরে রাত ২টার দিকে মামুন তার ছোট ভাইকে কল দিয়ে বলেন, আমাকে ক্ষমা করে দিস, আর হয়তো দেখা হবে না।
পরে তাকে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি। তার সন্দেহ হলে ওই মেয়ের বাড়িতে যান। তখন ওই বাড়ির বারান্দায় তার ঝু'ল'ন্ত ম'র'দে'হ দেখতে পান। এ বিষয়ে কথা বলতে মেয়ের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, রাতেই ওই পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে।
কৃষ্ণপুর ইউ পি চেয়ারম্যান এ বি এম মাহবুবুর রহমান দুলাল বি এস সি জানান, শেষ রাতে আমি ঘটনার বিষয়ে জানতে পেরে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ম'রদে'হ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ম'র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অ'পমৃ'ত্যুর মামলা হয়েছে।