নরসিংদী : একদিনেই তিন ভাইয়ের ঘরে তিন নববধূ। ঘটনাটি নরসিংদীর বেলাব উপজেলায়। এক পিতা একদিনে তার তিন শিক্ষিত ছেলেকে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করেন। এ বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার উপজেলার আমলাব ইউনিয়নের দক্ষিণ বটেশ্বর গ্রামে।
বিয়ের আয়োজন দেখতে সকাল থেকেই আশপাশের গ্রাম হতে দলবেঁধে মানুষ ছুটে আসে। নাজির মৃধার দীর্ঘদিনের স্বপ্ন তার ছেলেদের বিয়ের আয়োজনটা স্মরণীয় করে রাখবেন।
সে অনুযায়ী তিন ছেলের যৌতুকবিহীন বিয়ে ঠিক করেন একইদিনে। অনার্স পাস চাকরিজীবী বড়ছেলে কাউছার মৃধাকে (২৮) একই উপজেলার বারৈচা গ্রামের আব্দুল হাইয়ের অনার্স পাস মেয়ে সিমু আক্তারের সাথে বিয়ের আয়োজন করেন।
দ্বিতীয় ছেলে বিএ পাস কবির মৃধার (২৬) বিয়ে একই উপজেলার উজিলাব গ্রামের চাঁন বাদশার অনার্স পড়ুয়া মেয়ে ফাতেমা আক্তারের সাথে, বিএ পড়ুয়া ছোট ছেলে মো. করিম মৃধার (২৩) বিয়ে নরসিংদীর আব্দুল মোতালিবের অনার্স পড়ুয়া কন্যা হৃদয়া আক্তার রিপার সাথে বিয়ের আয়োজন করেন।
তিন ছেলের বরযাত্রীর গাড়িবহর তিনভাগে বিভক্ত হয়ে রওনা হয় বিকেল সাড়ে তিনটার দিকে কনেদের বাড়িতে।
বর কাউছার মৃধা জানান, তিন ভাইয়ের একসাথে বিয়ে করার আনন্দটা অন্যরকম। যৌতুকবিহীন বিয়ের কারণে তিনভাই সবচেয়ে বেশি খুশি।
নাজির মৃধা জানান, তিন ছেলের যৌতুকবিহীন বিয়েটা স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম