নরসিংদী : ফাল্গুনের ঝড়ে ঘরের প্রাচীর ভেঙে প্রাণ গেল দুই বোনের। ঘটনাটি ঘটেছে নরসিংদীতে। ঘরের প্রাচীর ভেঙে চাপা পড়ে মারা যায় চুমকি আক্তার (৪) ও বীথি আক্তার (৬)।
নিহত শিশুরা সদর উপজেলার মাধবদী পৌর এলাকার নওয়ারপাড়ার আব্দুল হালিমের মেয়ে।
এ ঘটনা ঘটে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ঝড় শুরু হলে নওয়ারপাড়া মহল্লার হালিম মিয়ার টিনসেট বাড়ির চাল ও প্রাচীর ভেঙে পড়ে যায়।
এ সময় ঘরে থাকা হালিম মিয়ার দুই শিশু চুমকি ও বীথির ওপর উপরের প্রাচীর ও টিনের চাল ভেঙে পড়ে। এ ঘটনায় মারা যায় দুই বোন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এসে প্রাচীরের নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম