নরসিংদী : কেঁদে কেঁদে নির্বাচন বর্জন করলেন দু’বারের নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট জালিয়াতি ও সমর্থকদের হুমকি দেয়ার প্রতিবাদে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. ইকবাল।
২২ মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে এ ঘোষণা দেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. ইকবাল বলেন, বর্তমান সরকারের আমলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রার্থী হওয়ার পর থেকেই নানাভাবে হুমকিসহ হয়রানির শিকার হয়েছি।
তিনি বলেন, আজ সকালে আমার এজেন্টরা কেন্দ্রে গেলে তাদের সব কাগজপত্র ছিঁড়ে ফেলে। সরকারদলীয় বহিরাগতরা অবৈধ ভোট দিচ্ছে। তাই আমার কর্মী-সমর্থকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থাকায় নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।
এ ইউনিয়নে বর্তমানে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গতকাল বিকেলে গজারিয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান লাল মিয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
২২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম