পাবনা থেকে : পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার পাশাপাশি যুক্ত হয়েছে ভারত। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা খবর দিয়েছে, অনেকটা 'উড়ে এসে জুড়ে বসা'র মতো বাংলাদেশের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ভারত।
কলকাতার দৈনিকটির দাবি, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে,তিনটি দেশ অভিন্ন হৃদয়ে লড়াই করে বহু দুর্যোগ মোকাবেলা করেছে। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত-রাশিয়া যৌথভাবে পাশে দাঁড়িয়েছে। এই প্রকল্পে সেভাবে তারা একসঙ্গে কাজ করবে।
গত বছর ভারত বাংলাদেশীদের বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ে প্রশিক্ষণও দিয়েছে ভারত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অভিজ্ঞতা রয়েছে দেশটির। ত্রিদেশীয় সহযোগিতার মধ্যে আছে- বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ রাখা, কর্মীদের দক্ষতা বাড়াতে জ্ঞান, অভিজ্ঞতা বিনিময়।
কারিগরি সহায়তা, সম্পদ সরবরাহ, পরামর্শ-অভিজ্ঞতা দিয়ে সাহায্য করাটাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনটি দেশই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সদস্য। এই আন্তর্জাতিক সংস্থার নিয়ম মেনেই চলবে বাংলাদেশ, ভারত, রাশিয়া।
উল্লেখ্য, রাশিয়ার সহযোগিতায় ১ লাখ কোটি টাকায় পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যার দুটি ইউনিট থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
২০২১ সালের মধ্যে একটি ইউনিট চালুর আশা করে ২০১৩ সালে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি