পাবনা: পশ্চিম আফ্রিকার দেশ মালির দোয়েঞ্জায় মাইন বিস্ফোরণে নিহত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর বাংলাদেশি সেনা সদস্য মোহাম্মদ রায়হানের বাড়িতে চলছে আহাজারি। পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের সোমাসনারী গ্রামে সৈনিক রায়হানের বাড়িতে কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। তাদের স্বান্তনা জানাতে আসছেন এলাকার লোকজনসহ স্বজনরা।
বৃহস্পতিবার ভোরে রায়হানের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। এই খবরে শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পারিবার সূত্রে জানা গেছে, নিহত রায়হানের দুই কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স আট ও ছোট মেয়ের বয়স দু্ই বছর। বড় মেয়ে স্কুলছাত্রী। এদিকে দুই ভাই ও এক বোনের মধ্যে রায়হান ছিলেন সবার বড়। ছোট ভাই কুয়েত প্রবাসী। রায়হানের মামাতে ভাই নান্নু ও আল আতিক হাসান এ তথ্য জানিয়েছেন।
আল আতিক হাসান বলেন, ‘বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাবার সঙ্গে রায়হান শেষ কথা বলেন। ভোরে তার মৃত্যুর খবর আসে। রায়হান মালিতে ১৫-১৬ মাস অবস্থান করছিলেন। ১-২ মাস পরেই তার দেশে ফিরে আসার কথা ছিল।’
জানা যায়, সৈন্যরা মালির মোপটি প্রদেশের বোনি ও দোয়েঞ্জা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ আইইডি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে উত্তর মালিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হতাহতের ঘটনায় বাংলাদেশি অন্য তিন জন হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (পিরোজপুর), ল্যান্স করপোরাল আকতার (ময়মনসিংহ) ও সৈনিক জামাল (চাঁপাইনবাবগঞ্জ)।
আহতরা হলেন নঁওগা জেলার বাসিন্দা করপোরাল রাসেল (৩২ ইবি), রাজবাড়ীর সৈনিক আকরাম (৩২ ইবি), যশোরের সৈনিক নিউটন (১৭ বীর) ও কুড়িগ্রাম জেলার সৈনিক রাশেদ (৩২ ইবি)।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস