বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ১২:০৬:৪৬

পামওয়েলের সঙ্গে রং দিয়ে হচ্ছে সরিষার তেল উৎপাদন, জরিমানা লাখ টাকা

পামওয়েলের সঙ্গে রং দিয়ে হচ্ছে সরিষার তেল উৎপাদন, জরিমানা লাখ টাকা

এমটি নিউজ২৪ ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলায় পামওয়েলের সঙ্গে রঙ মিশিয়ে সরিষার তেল উৎপাদন করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়। 

বুধবার (২০ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারে ইমারুল অয়েল মিলে এই অভিযান চালানো হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিরুল ইসলাম জানান, নিয়মিত বাজার তদারকের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।‌ এ সময় সরিষা ও পামতেলের সঙ্গে রং মিশিয়ে সরিষার তেল তৈরি করার অপরাধে ইমারুল অয়েল মিলে অভিযান চালিয়ে মিলের মালিক ইমারুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এ অভিযান পরিচালনা করতে সহায়তা প্রদান করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মাহমুদ আলম।  নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন আতাইকুলা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে বলেও জানান মো. জাহিরুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে