শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৪:২৬:১৮

দাবি?

    দাবি?

কে বলছে এদেশ স্বাধীন দেশ?
তবে কেন আসে গুলির নির্দেশ?
শিক্ষার মর্যাদা বুটের নিছে কেন?
প্রশ্ন পাঁশের ঘটনা হচ্ছে যেন তেন.
মুজিব নেই আজকে কি হল তাতে?
আজো তাকে দেখি ঐ পাতাকাতে.
বাসানী,জিয়া, নেই ফজলুল হক,
আজোতো আছে সে রাইফেল বন্দুক.
দরকার হলে আবার হবে সে লডাই,
শান্তিতে পড়তে চাই, দাবি একটাই.
ছাত্র জনতা সবাই মিলে পড ঝাপিয়ে,
দেখিয়ে দেব মোরা আজ বিশ্ব কাঁপিয়ে. কেন বলেছো আজ মুজিব নাই?
মুজিবের বাঙালিরা আয়রে আয়.
ঘোষক আমরা নিজে, বাক স্বাধীন,
মুক্ত মোরা আজ, নয় কারো অধীন |
কবিঃ মোঃ আরিফুল ইসলাম সবুজ
(সম্পাদক দায়ী নয়)
০২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে