কসাই মশাই কোথায় যাও
আমায় সাথে নিয়ে যাও
যেথায় নেই মানবতা,
তা আমায় শিখিয়ে দাও।
বলল কসাই,
কিরে ভাই পূণবতী।
আমি তো ভাই নামছি শুধু,
পেটের জ্বালা করতে নিভু।
তোর তো আছে ভরি ভরি।
চাশ কেন তুই সঙ্গে যাতি।
বলল পূণবতি,
কন্ঠ আমার বাকরুব্ধ।
বলতে কিছু মানানেই কো,
বলছি শুধু,
জগৎ মাঝে কসাই হলেই ,
দাম দরদ ও কদর আছে।
আ র বেশি ভাই বুঝবেনা যে।
তাই ইহাতে ইতি সাজে।
কবি: এমডি তুহিন
(সম্পাদক দায়ী নয়)
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস