সুমন আহমদ, ঢাকা: প্রিয় মাশরাফি, তুমি নিজেকে আর কত কষ্ট দিয়ে আমাদেরকে জয় উপহার দিবে? বিশ্বাস কর যখনি তুমি খুড়িয়ে খুড়িয়ে বল কর তখন আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনা!!!
তুমি কি জানো শুধু তোমার কারনে আজ নিজেকে বাঙ্গালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি!আমরা জানি তোমার মত দেশাত্মবোধ নিয়ে দুনিয়াতে আর কোন ক্রিকেটার জন্ম নিবেনা তাই আমরা তোমাকে আমাদের জীবনের থেকেও বেশি ভালবাসি। -
ক্রিকেটের বহু কিংবদন্তি অপারেশন এর ভয়ে খেলা ছেড়ে দিছে আর তুমি হাটুতে সাত সাত টা অপারেশন নিয়ে একের পর এক সিরিজ আমাদেরকে উপহার দিচ্ছো।
আহত বাঘ কিভাবে লড়াই করে তা তুমি আমাদেরকে শিখিয়ে দিচ্ছো । এই তো সেদিনের কথা জিম্বাবুয়ের সাথে খেলার আগে তোমার শরীরে ডেঙ্গু ধরা পরে ডাক্তার তোমাকে খেলতে নিষেধ করেছিল কিন্ত তুমি ডাক্তার কে বলেছিল আমি মারা_যাবো_কিনা_ বলেন??? তোমার কথা শুনে ডাক্তাররা পর্যন্ত বিস্ময়ে হতবাক হয়েছিল!!! -
যে নাফিসা কামাল তোমাকে অবজ্ঞা করেছিল তুমি এই বিপিএলে তার দলের হয়ে যে কাজ টা করলে ইতিহাসে তা বিরল হয়ে থাকবে!!!
নিজেকে কষ্ট দিয়ে আর কত তুমি এভাবে আমাদের কে জয় উপহার দিবে???
আমাদের ব্রাডমান শচীন ভিভ পন্টিং লারা ডি ভিলিয়ারর্স ওয়াসিম সাঙ্গাকারা দের মতো খেলোয়াড় লাগবেনা শুধু তোমার মতো এক মাশরাফি হলেই চলবে! - মহান পরম করুনাময়ের কাছে একটা ই চাওয়া তুমি মাশরাফির ইঞ্জুরি দিওনা. - পুরাতন কথা বলে লেখা টা শেষ করছি।
সাতজনবীরশ্রেষ্টকে দেখিনি তবে মাশরাফি নামের জীবন্ত এক বীরশ্রেষ্ঠকে দেখেছি। যে নিজের জীবন বাজি রেখে দলের জন্য আহত বাঘের মত প্রানপনে লড়ে যায়। : স্যালুট_বস লাভ_ইউ_ম্যাশ
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর