আব্দুল মান্নান
--------------------------------
ফোঁটায় ফোঁটায় ঝরায় সুধা
বিন্দু বিন্দু সুখ ,
তার দানেতে প্রজন্ম দেখে
নতুন আলোর মুখ ।
------------------------------
দেহ মরে কোষে কোষে
লাবন্য যায় শুকিয়ে ,
বিন্দু সুখের সিন্ধু সাধ
উরুর খোলে লুকিয়ে ।
------------------------------
সকল ক্ষুধার শ্রান্তি হলেও
মনের ক্ষুধা মরে না ,
কাঁচা মাংশের এমনই স্বাদ
জ্বরা খরায়ও ছাড়ে না ।
----------------------------
হাওয়ার মাঠে আদম চাষী
আমরা সবাই মাংসাশী ।
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস