বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০১:৫৮:৪৪

পৌষের সেই পড়ন্ত বিকেল

পৌষের সেই পড়ন্ত বিকেল

সাদির হোসেন রাহিম

 

মনে পড়ে যায় পৌষের সেই

পড়ন্ত বিকেলের কথা।

দিনটি ছিল বৃ্হ্সপতিবার

১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল।

 

৭১ এর এই দিনে

দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে।

৩০ লক্ষ শহীদের বুকের

তাজা রক্তের বিনিময়ে,

২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে

বিজয়ের এক মালা নিয়ে হাতে,

লাল সবুজের পতাকার মাঝে

তুমি আসলে যে ফিরে।

 

কত আনন্দ উল্লাস আর

এক রাশ হাসি মুখে,

শহীদ তোমরা করেছ বরন

আজকের এই মহান দিনটিকে।

 

আমরা তোমাদের ভূলবোনা

তোমরা চির অমর হয়ে থাকবে

কোটি বাঙ্গালির বুকে।
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে