স্বপ্ন একটি আশা,একটি প্রেরনা.
স্বপ্ন মানুষকে বাঁচতে শিখায়.
শিখায় মানুষকে মানুষ হতে.
হতে শিখায় সাহসী,
আর লড়তে.
স্বপ্ন একটি সত্য, নয় কোন করুণা.
স্বপ্ন মানুষকে হাঁসায়.
হাঁসাতে শিখায়.
শিখায় মানুষকে রঙ্গিন হতে.
হতে শিখায় মহিয়সী,
আর গড়তে.
স্বপ্ন বিহীন জিবন,চাকা বিহীন গাড়ির মত.
হাওয়া বিহীন, চাকার মত,
এ গাড়ির নেই কোন মুল্য,
প্রাণহীন মানুষ তুল্য.
বাঁচতে হলে দরকার,জাগিয়ে স্বপ্ন দেখা.
আর ঐ স্বপ্নটি আঁকা.
সহজেই তবে হবে পুরণ,
স্বপ্নের নেই মরণ।
কবি: মোঃ আরিফুল ইসলাম সবুজ
১৪ অক্টোবর ২০১৪/এমটিনিউজ২৪/এইচএস/কেএস