আমার এই কবিতা দিলাম
মাগো তোমার চরণে,
শত কষ্ট হয়েছিল আমায় গর্ভে ধারণে
ভেসে উঠে অশ্রু নয়নে
সেই স্মৃতির মালা,
না জানি মা
তোমাকে না বুঝে দিয়েছি কত কষ্ট জ্বালা।
এই বিরহে রাতের বেলা,
আজ কেনো মাগো আমার মন হয় উতালা।
মাতৃমমতা মাতৃযাতনা,
জন্মের পর শত ব্যথায় ব্যথিত করেছি তোমাকে।
নিজের জীবনটা ক্ষত-বিক্ষত করে
সহস্রাব্দের এত কষ্ট বুকে নিয়ে
মাগো তুমি কি পেয়েছ?
অনুক্ষণের সেই নিষ্ঠুরতার কথা ভেবে,
ঘুম নেই মাগো আমার দুটো শান্ত নয়নে।
মাগো শেষে নয়ন ভরিয়া দেখতে পারলে না আমায়।
তোমাকে ছেড়ে আস্তে আস্তে চলে এসেছি
হাজারো নিয়ন বাতির দেশে।
বল মা,
একি করলাম আমি,
তোমায় কষ্ট দিয়ে মস্ত অন্যায় করেছি আমি
তাই তো তোমার চরণে ক্ষমা চায় মা,
ক্ষমা করে দাও তোমার এই অবুঝ ছেলেকে।
লিখেছেন: আল-আমিন শিবলী
দর্শন বিভাগ, অর্নাস দ্বিতীয় বর্ষ, ঢাকা কলেজ
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/আরিফুর