জাহাঙ্গীর বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
বর্বর হারামী পিশাচ বললে কম হবে
জানোয়ারের দল
তোদের সন্তানের উপর নির্যাতন হলে
কেমন হবে বল?
ঘরে নেই খাবার ,লজ্জা নিবারণের বস্ত্রের অভাব
শিক্ষা, সে আশা গুড়ে বালি ,অনিরাপদ জনপদ
শিশু শ্রমে বাধ্য দরিদ্র্র অভিভাবক।
যে হাতে পুতুল খেলে সে হাতে উত্তপ্ত লোহার সেক
আত্বীয় অনাত্বীয় নষ্ট বিবেক ,
আপন শিশুর হাতে রং পেন্সিল
কাজের শিশু হাত মোসল্লার রঙে রঙিন ,
উনিশ থেকে বিশ
ছোবল মারে গৃহকর্তী কালনাগিনীর শীষ !
যে হাতে করত আদর বাবা মায়ের গালে
সে হাতে বাসন মাজে ,ঘর মোছে নয়নের জলে
ভাগ্যে জোটে উচ্ছিষ্ট বাসি পান্তা
একটু ভূলে উত্তপ্ত তেল নয়তো লোহার খুন্তিটা !
দেহ পঁচে পঁচা বিবেকের আঘাতে
অমানুষ গুলোই অর্থের মালিক সমাজে।
মেশিন চালায় ,চালায় উদরের চাকা
উন্নত জাতির দাবি তোমাদের, শিশু নির্যাতন !
কে দেখায় বৃদ্ধাঙ্গুলীটা ?
বাবর আলীর চিৎকার
মানুষ যদি হও, দাও হুংকার
দাও লাথি,দাও কঠিন শাস্তি
অত্যাচারীর শরীরে দাও গরম লোহার দাগ।
ওরা মানুষ নয়
ওরা হায়েনা,জানোয়ার।
গরীব বলে কিনে নাই শরীর
করি প্রতিবাদ শিশু নির্যাতন বন্ধের।
এসো
অসহায়ের পাশে দাঁড়াও সবাই।
২৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস