সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩০:০২

ওরা আজ যেতে চায় মানুষের কবরে

ওরা আজ যেতে চায় মানুষের কবরে

শকুনেরা আজ বড্ড হাহাকার করে
ফিরছে সকাতরে
লজ্জায় ঠোকর বসাতে পারছেনা কোন
শবের শরীরে,
ভীষণ লজ্জায় মুখ লুকিয়েছে তার
পেখোমের ভিতরে,
যে শব, যে লাশ, যে নাড়ি ভূড়ি দূর্গন্ধ
বরাদ্দ ছিল তারে
সব কিছুতেই আজ পূর্ণ হচ্ছে উদর
যাচ্ছে তাই মানুষেরে,
সবই খেয়ে ফেলছে ওরা, বাসী মরা
পচা আরাধ্য সব শকুনের
শকুনেরা তাই লুকিয়েছে মুখ ভয়ে আর
লজ্জায় পেখমের ভিতরে,
অবশেষে সব খাওয়া শেষে ছিড়ে ছিড়ে
খাচ্ছে মাংশ নিজেরে
হাসছে আর খাচ্ছে, বাহাদুরি দেখাচ্ছে
বড় দাপটের,
এদিক ওদিক দেখছে-খাচ্ছে চেখটা
যেন মানুষের
হাতটা মানুষের, কান,মাথা,চুল তাও
মনে হয় মানুষের,
পেট, মুখ আর বুকটা দেখি ইবলিশ
আর শকুনের।
খাই খাই নাই নাই আরো চাই, ব্যাস্ত
সবাই ভজঘট জিকিরে
সত্যকে সব মিথ্যা বানাই, মিথ্যা
বানায় সব সত্যেরে,
শয়তানও বুঝি আজ যেন পাচ্ছে লজ্জা
দেখে তাদেরে,
আত্মহত্যা করে যেতে চায় শয়তান
আজ মানুষের কবরে।

কবি- মো. আবুবকর সিদ্দীক

প্রভাষক- শাহদৌলাহ ডিগ্রী কলেজ, বাঘা, রাজশাহী।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে