মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৬:৫২:০৬

পৌষ মাসের পীরিতি

 পৌষ মাসের পীরিতি

শীতের সূর্য আড়মোড়া ভাঙে, ছড়িয়েছে উষ্ণ আলো ! কুয়াশা চাদর উধাও হয়েছে, লাগছে খুবই ভালো ! ! রোদের অাঁচে গা ভাসিয়ে, ভাবছি তোমার কথা ! তুমি আমার পৌষ মাসের , লাল নকশী কাঁথা ! ! হলুদ হলুদ শর্ষে ক্ষেতে, হাওয়ারা যায় ছুটে ! ফুলে ফুলে মৌমাছিরা, আনন্দে মধু লোটে !! খেজুরের রস,ভাপা পিঠা, খুবই লাগে মিঠা ! তোমার কথা,তোমার হাসি, তারও চেয়ে মিঠা !! কবি: সুদীপ বিশ্বাস ৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে