কবি:- হাবিবুর রহমান ইরান।
কোথায় হে বীর মুজাহিদ
আরাকান কবে হবে স্বাধীন।
প্রতিরোধ চাই, প্রতিবাদ নয়
মার খাওয়া নয়, মার দেয়া চাই
আর কাঁদতে নয়, ওদের কাঁদাতে চাই
আর কাপুরুষ নয়, বীর হতে চাই।
আরাকান হোক স্বাধীন, আর নয় পরাধীন
হাজার হাজার জীবন গেছে
গেছে জাত মান, এবার হোক সন্মান
পূণ্যভূমি শূণ্য নয়, হোক স্বাধীনতার দুর্গ।
বিশ্বের যত দয়াবান ওগো
রাখ গিয়ে সেথায় তোমার অর্ঘ্য
দেশে দেশে কেনো ঘুরবে তারা
কত কাল রবে ঘর বাড়ি ছাড়া।
চাই এক সমাধান, চাই চাই
সেটা হোক স্বাধীন আরাকান
সকলকে নিয়ে সংগ্রাম শুরু হোক দুর্নিবার
হাসি ফুটুক রোহিঙ্গা মায়ের মুখে অবিরাম।
আঘাতের বদলে পাল্টা আঘাত
রক্তের বদলে নেয়া চাই রক্ত
জীবন-ইজ্জত যেথানে সবই কবরে
সেখানে এমন ভাবনাই হোক
সব মুজাহিদের অন্তরে...
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি